img

বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে রাখাইনে সহিংসতার বৃদ্ধি ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। খবর অনুযায়ী, গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসক নিহত এবং ৮০ জনের বেশি আহত হন। হামলাটি মারাউক-ইউ শহরের জেনারেল হাসপাতালে ঘটে।

মিয়ানমারের সামরিক বাহিনী এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। জান্তা সরকার দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ সব বেসামরিক নাগরিক এবং স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে এবং রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সকল জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরও খবর